‘উফফ তখন থেকে ছেলেটা দেখেই যাচ্ছে ক্যাবলার মতো,যেন কোনোদিনও মেয়ে দেখেনি।সবচেয়ে বড় কথা ছেলে ছোকরা নয়,রীতিমতো ভদ্র …এভাবে তাকানোর বয়সও আর নেই।একা মেয়ে দূরপাল্লার ট্রেনে যাচ্ছে দেখলেই যেন সব ভুলে তাকে…
Bengali
নবম পর্ব:-সারারাত মেয়ের ঘরেই কেটেছে পায়েলের।সুকান্তবাবু,পর্ণার বাবা,অনেক বুঝিয়েও কাল রাতে মুখে দানা অবধি কাটাতে পারেননি পায়েলের।সারারাত মেয়ের ঘরের বিছানায় বসে থেকেছে আর নিঃশব্দে গাল দিয়ে চোখের জল গড়িয়ে পড়েছে।ভোর বেলা…
পঞ্চম পর্ব:- “পর্ণা,এই পর্ণা।দাঁড়া একটু।”প্রজ্ঞার ডাকে ডিপার্টমেন্টের একতলার গেটে দাঁড়িয়ে পরে পর্ণা।আজ ও একা,সুশীর শরীর ভালো নয় বলে আসেনি।আর শুভ ওকে উনিভার্সিটি থেকে একটু দূরে ছেড়ে দিয়ে গাড়ি পার্ক করতে…
“হ্যালো স্টুডেন্টস।আমি বাংলার হেড আর.ডি,রবিন দত্ত।আজ তোমাদের প্রথম দিন উনিভার্সিটি তে।ক্লাস তাই বিশেষ কিছুই হবেনা।..আজ তোমাদের সাথে সাথেই একজন ইয়ং ট্যালেন্টেড টিচার,এবং আমার খুব প্রিয় এক্স স্টুডেন্ট শুভঙ্কর সেন উনিভার্সিটি…
প্রথম পর্ব:- “পর্ণা আমার ওয়ালেট কোথায়?” নিজেরদের বেডরুমে স্বাভাবিক গলায় বলা কথা গুলো পর্ণার কানে পৌঁছায়নি বুঝতে পেরে এবার শুভঙ্কর চিল চিৎকার করে ওঠে,”পর্ণা…..”। রান্নাঘরে আটা মাখতে মাখতে অন্যমনস্ক হয়ে…